আন্তর্জাতিক

রিকশাচালকের মেয়ের বিয়ে, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন মোদি

গত ১২ ফেব্রুয়ারি ছিল রিকশাচালক মঙ্গলের মেয়ের বিয়ে। এর আগেই তার মেয়ের বিয়েতে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আনন্দে অভিভূত রিকশাচালক মঙ্গল কেওয়াত ও তার পরিবার।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের প্রত্যন্ত ডমরি গ্রামের বাসিন্দা মঙ্গল। তিনি কিছুদিন আগে নরেন্দ্র মোদির কাছে মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।মঙ্গল বলেন, আমরা বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। আমি নিজে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্রটি দিয়েছিলাম। তবে এর কোনো উত্তর পাবো, সেটি ভাবিনি। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদির পাঠানো শুভেচ্ছাপত্র হাতে পাই। আমরা খুবই আনন্দিত।

মঙ্গলের স্ত্রী রানু দেবি জানিয়েছেন, তারা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান এবং নিজেদের দুর্দশার কথা জানাতে চান।

এই সুযোগও শিগগিরই পেয়ে যেতে পারেন মঙ্গল দম্পতি। কারণ কিছুদিনের মধ্যেই উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

 

 

 

উত্তরে ‘শুভেচ্ছা চিঠি’ পাঠান মোদী। ৮ ফেব্রুয়ারি এ চিঠি পেয়ে ভীষণ আনন্দিত মঙ্গল ও তার পরিবার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে সমাজের প্রতিটি মানুষের কথা ভাবেন, এ চিঠিই তার প্রমাণ। আমরা শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের পরিবারের অসুবিধাগুলো তার কাছে তুলে ধরতে চাই।’

প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যেই মোদীর উত্তর প্রদেশ সফরের কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button