Leadশিক্ষা-স্বাস্থ্য

রাস্তা অবরোধ করে বিক্ষোভ ৭ কলেজের শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর ‘শিক্ষা ভবনের’ সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ১টার থেকে তারা ‘শিক্ষা ভবনের’ সামনে অবস্থান নেন।

এর আগে ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে স্কুলিং কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়।

প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে। যদিও এখন পর্যন্ত অধ্যাদেশ জারি করেনি সরকার। ফলে শিক্ষার্থীরা ক্ষোভ জানান বিক্ষোভ কর্মসূচি থেকে। অবিলম্বে অধ্যাদেশ জারি না করলে, প্রয়োজনে লাগাতার কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগে, দীর্ঘদিন ধরে সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে খসড়া প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Back to top button