জাতীয়লিড স্টোরি

রাস্তায় বসতে পারবে না দোকানপাট: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরও উন্নত করতে নানা পদক্ষেপ নেয়া হবে।’

রাস্তায় দোকানপাট বসতে দেয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
 
যত প্রভাবশালী হোক চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি থেকে উন্নত করা হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button