
আজ রবিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাই রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
রবিবার সকালে ১০ টা ৪০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে এসে পৌঁছায় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। কারণ সংসদে একক সংখ্যাগরিষ্ট দল তাকে মনোনয়ন দিয়েছে। বিরোধী দল জাতীয় পার্টি কোনো প্রার্থী দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এ পদে অধিষ্ঠিত থাকেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।