জাতীয়

রাষ্ট্রপতির সাথে লায়ন্স ক্লাব আন্তর্জাতিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডঃ পাট্টি হিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল এসময় বাংলাদেশে লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আজ রোববার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে পাট্টি হিল বলেন, এ দেশের সম্ভাবনাময় যুব সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তোলা গেলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ৫১তম আইএসএএম (ভারত, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য) ফোরামের আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button