জাতীয়

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন যিনি মো. দিদারুল আলম

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. দিদারুল আলম। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আকতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. দিদারুল আলমকে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. দিদারুল আলমকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Back to top button