জাতীয়লিড স্টোরি

রাষ্ট্রপতিকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে বঙ্গভবন

দ্বিতীয় মেয়াদ পূর্তির পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে বঙ্গভবন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার (১৯ এপ্রিল) জানান, ২৪ এপ্রিল সকাল ১১টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি মো. শাহাবুদ্দিন শপথ নেওয়ার পরই দুপুর সাড়ে ১২ টায় বিদায় অনুষ্ঠান শুরু হবে।
জয়নাল আবেদীন বলেন, ‘এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে এতো বড় বিদায় দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
আগামী ২৪ এপ্রিল দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। একই বছরের ১৮ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তিনি ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Back to top button