Leadজাতীয়

রাষ্ট্রদূতদের নিরাপত্তায় পুলিশের পরিবর্তে আনসার: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদিআরবসহ ৬ দেশের রাষ্ট্রদূতদের এখন থেকে নিরাপত্তা দেবে আনসার সদস্যদের নিয়ে গঠিত বিশেষায়িত একটি গার্ড রেজিমেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার তেজগাঁও শিল্প এলাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ছয় দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের এমন বক্তব্যের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদিআরব সহ ৬ দেশের রাষ্ট্রদূতদের দেয়া অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেয়া হয়েছে। দেশের পরিবেশ শান্ত থাকায় বাড়তি এই সুবিধার আর প্রয়োজন নেই। অবশ্য কোনো দূতাবাস চাইলে নির্দিষ্ট ফি দিয়ে এ সুবিধা নিতে পারবে বলেও জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
এ বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খাঁন বলেন, আনসার বাহিনী নিয়ে প্রটেকশন গার্ড রেজিমেন্ট তৈরি করেছি যারা বিশেষায়িত প্রটেকশনে থাকবে। কোন দুতাবাসে উদ্দেশ্য করে কোন প্রটেকশন প্রত্যাহার করা হয় নি। এখন থেকে পুলিশের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যাটালিয়নের সদস্যরা থাকবে।
এছাড়াও রাষ্ট্রদূতদের গাড়িতে পতাকা লাগানোও বন্ধ হতে পারে

Related Articles

Leave a Reply

Back to top button