
আন্তর্জাতিক
রাশিয়া ও ফিলিস্তিনিদের জিততে না দেওয়ার ঘোষণা বাইডেনের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গণতন্ত্রের জন্য ধ্বংসকারী উল্লেখ করে তাদের জিততে না দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, হামাস ইসরায়েলে আক্রমণ ও রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস বা নস্যাতের চেষ্টা করেছে। দুটি দেশই গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।
তিনি বলেন, আমরা রাজনীতিতে পক্ষপাতিত্ব হতে দিতে পারি না। রাজনীতিতে বিদ্বেষের পথ বন্ধ করা মহান জাতি হিসেবে আমাদের করণীয়। এখন পুতিনকে থামানো না গেলে তাকে ইউক্রেনে সীমাবদ্ধ করা যাবে না। এ ছাড়া ইসরায়েল ও ইউক্রেনকে জয়ী করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে। আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা এখনও বিশ্বের কাছে একটি আলোকবর্তিকা।
বক্তব্যে ঘৃণা বিদ্বেষ নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, সব আমেরিকানকে ইসলামফোবিয়া ও ইহুদিবিদ্বেষ পরিত্যাগ করতে হবে। মহান জাতিরা এমনটাই করে। আর মহান জাতি হিসেবে আমাদের এটাই করণীয়।
এ সময় তিনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সহায়তারও ঘোষণা দেন। তিনি বলেন, তিনি কংগ্রেসে দ্রুত ইসরায়েলকে আকাশপথে প্রতিরক্ষার জন্য সহায়তা চেয়ে অনুরোধ করবেন। ইসরায়েলের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের নিজেদের জনগণকে তাদের সুরক্ষার প্রয়োজন রয়েছে। সেটা আজ এবং সবসময়।