আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন থেকে পালিয়ে ভারতে বিয়ে করলেন রুশ ও ইউক্রেনীয় তরুণ-তরুণী

যুদ্ধরত দুই দেশ রাশিয়া-ইউক্রেন থেকে পালিয়ে ভারতের হিমাচল প্রদেশে বিয়ে করলেন এক প্রেমিক যুগল। সূত্র: আনন্দবাজার

পাত্র রাশিয়ার নাগরিক সের্গেই নভিকভ, তিনি আদতে রাশিয়ান হলেও বর্তমানে থাকেন ইজরায়েলে। আর পাত্রী ইউক্রেনের নাগরিক ইলোনা ব্রাকোমা।

বেশ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চললেও চিড় ধরাতে পারেনি তাদের সম্পর্কে। তারা সিদ্ধান্ত নেন, ভারতে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। সেই পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিকযুগল।

জানা গেছে, ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় তাদের বিবাহ। স্থানীয় বাসিন্দারাই দুই দলে ভাগাভাগি করে পাত্রপক্ষ ও কন্যাপক্ষ হয়েছিলেন বিয়েতে।

স্থানীয় রীতিনীতি মেনেই, পুরোহিতের মন্ত্রোচ্চারণে তাঁরা সাত পাক ঘুরে বিবাহ হয় তাদের। বর-কনে দু’জনকেই পরানো হয় ভারতীয় পোশাক।

বিনোদ শর্মা নামক এক ব্যক্তি এগিয়ে আসেন কন্যাদান করতে।

 

পরে অবশ্য গির্জায় গিয়ে নিজেদের ধর্মমতে বিয়ে করেন তারা।

 

Related Articles

Leave a Reply

Back to top button