আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে জয় পুতিন দলের

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার নির্বাচনে বিশাল জয় পেয়েছে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। তিন দিনব্যাপী ভোটগ্রহণের পর বুথফেরত জরিপও আগেই এই দলের জয়ের আভাস দিয়েছিল।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার জালিয়াতি-কারচুপির অভিযোগের মধ্যে দিয়েই শেষ হয় পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটি। তবে নির্দিষ্ট দলকে ভোট প্রদানে বাধ্য করা এবং ব্যালটবক্স আগেই পূর্ণ করার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০ ভোট গণনা করে ইউনাইটেড রাশিয়া ৪৬.১১ শতাংশ ভোটে এগিয়ে ছিল। ২১.৪ শতাংশ ভোট নিয়ে তারপরের অবস্থানে রয়েছে কমিউনিস্ট পার্টি। রাজধানী মস্কোতে বিজয়োল্লাসে মেতে উঠেছেন ইউনাইটেড রাশিয়ার শীর্ষ রাজনীতিকরা।

১১টি টাইমজোনের কারণে, নিম্নকক্ষ বা স্টেট দুমার ভোটগ্রহণে লেগেছে তিন দিন। এই তিনদিনে সাড়ে চারশ জনপ্রতিনিধির ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা। এবারও নিজের দলের জয়ের কারণে পুতিনের হাত যে আরও শক্ত হলো তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Back to top button