আন্তর্জাতিক

রাশিয়ার কাছে কখনই আত্মসমর্পণ নয়: জেলেনস্কি

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর: সিএনএনের।

বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। পরে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে এ প্রথমবার তিনি দেশের বাইরে গেলেন।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি প্রতিশ্রুতি দেন যে, তার দেশ কখনই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ‘ইউক্রেন তার জায়গা ধরে রেখেছে এবং কখনই আত্মসমর্পণ করবে না।’

Related Articles

Leave a Reply

Back to top button