Leadজাতীয়

রাশিয়া থেকে আসছে বিনামূল্যের ৩০ হাজার টন সার

রাশিয়া বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার দিচ্ছে। এটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বন্ধুত্ব ও আন্তরিকতার নিদর্শন হিসেবে প্রদান করা হচ্ছে।

৬ নভেম্বর রাশিয়ার সবচেয়ে বড় সার উৎপাদনকারী কোম্পানি উরাচেম গ্রুপ এই বিষয়ে তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে। আগেই কোম্পানিটি বিনামূল্যের সার দেওয়ার ঘোষণা দিয়েছিল, যা রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় করতে সহায়ক হবে।

বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মহাব্যবস্থাপক (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদ সার আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবেও জানাবে।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর কোম্পানির প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ কৃষি মন্ত্রণালয়কে এ সার দেওয়ার আগ্রহ জানিয়ে চিঠি পাঠান। পরে মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

পরবর্তীতে বিনামূল্যের সার সরবরাহ নিয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি এবং রাশিয়া-ফ্রেন্ডশিপ সোসাইটি বাংলাদেশের চেয়ারম্যান মিয়া সাত্তার সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ ও বিস্তারিত আলোচনা করেন। রাশিয়ার উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে দ্রুত সরবরাহ শুরু করার আহ্বান জানান উপদেষ্টা।

মিয়া সাত্তার বলেন, ‘রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দীর্ঘ বছরের সম্পর্ক আরো শক্ত হয়েছে। আশা করি, এই সার পেয়ে দেশের কৃষকরা উপকৃত হবেন।’ তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ে রাশিয়ার প্রতিশ্রুত সার সরবরাহ নিয়ে কাজ চলছে।

উল্লেখ্য, উরাচেম গ্রুপ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কাজে দীর্ঘদিন ধরে নিয়োজিত। গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পিজেএসসি ইউরালকালি বিশ্বের অন্যতম বড় পটাশ সার উৎপাদনকারী।

২০১৩ সাল থেকে পিজেএসসি ইউরালকালি জিটুজি ভিত্তিতে জেএসসি বৈদেশিক অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে এক মিলিয়ন টনের বেশি এমওপি সার সরবরাহ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button