আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে মোদি’র অভিনন্দন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার এক্স-বার্তায় মোদী বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানাই। আগামী বছরগুলোতে ভারত-রাশিয়া মৈত্রী এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তার সঙ্গে কাজ করতে উন্মুখ।”

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।

Related Articles

Leave a Reply

Back to top button