আন্তর্জাতিক

রাশিয়ার তেল বয়কটের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার ক্রমাগত আক্রমণের কারণে সেদেশ থেকে তেল এবং তেল পণ্য প্রত্যাখ্যান করার আহবান জানিয়েছেন। খবর: বিবিসির।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট প্রতিদিনের ব্রিফিংয়ে জানান, ‘রাশিয়া ইউক্রেনে অভিযান অব্যাহত রেখেছে। তারা কখনও এই পরিকল্পনা থেকে সরে আসবে না। তাদের ওপর আরো নিষেধাজ্ঞা দেয়া দরকার।’

এসময় বিশ্বের বাকি দেশগুলোকে রাশিয়া থেকে তেল ও তেল জাতীয় পদার্থ আমদানি বন্ধ রাখার আহ্বানও জানান জেলেনস্কি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button