Leadআন্তর্জাতিক

রাশিয়ায় ৪৩ যাত্রীসহ বিমান নিখোঁজ

রাশিয়ার পূর্বাঞ্চলে চীনের সঙ্গে সীমান্ত এলাকায় ৪৩ যাত্রীসহ একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ এন-২৪ মডেলের ওই যাত্রীবাহী বিমানটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইবেরিয়া ভিত্তিক বিমান প্রতিষ্ঠান আংগারা বিমানটি পরিচালনা করত। চীনের সঙ্গে সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরে যাওয়ার সময় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, বিমানে ৪৩ যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচ শিশু ও ছয় বিমানকর্মীও রয়েছেন।

সামাজিত যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button