
রাশিয়ায় ভোটের শেষ দিনে পুতিনবিরোধী বিক্ষোভের ডাক
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তিন দিনের ভোট গ্রহণের শেষ দিনে আজ রোববার ভোটকেন্দ্রগুলোয় বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ক্রেমলিনবিরোধীরা। এ নির্বাচনের মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেক মেয়াদে তাঁর ক্ষমতা পাকাপোক্ত করতে যাচ্ছেন।
গত শুক্রবার শুরু হওয়া এই নির্বাচনে এর মধ্যেই নানা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে।
ভোট গ্রহণের প্রথম দিনও রাশিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ব্যালট বাক্সে রং দেওয়া ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃত্যুর আগে রাশিয়ার নাগরিকদের আজকের দিনে (১৭ মার্চ) বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন অ্যালেক্সি নাভালনি।সুমেরু অঞ্চলের একটি কারাগারে বন্দী থাকা পুতিনবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি গত মাসে মারা যান। তার আগে তিনিও পুতিনের বিরুদ্ধে বড় বড় বিক্ষোভ সমাবেশ করেছেন।
নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া তাঁর স্বামীর সেই আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, একসঙ্গে বিপুল পরিমাণ বিক্ষোভকারীকে ভোটকেন্দ্রগুলোয় হাজির হয়ে বিক্ষোভ করা উচিত।
সেই সঙ্গে ইউলিয়া নাভালনায়া বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন, ব্যালট পেপারে ‘নাভালনি’ লিখে তা নষ্ট করে ফেলুন। কিংবা পুতিন ছাড়া নির্বাচনে দাঁড়ানো অন্য প্রার্থীদের ভোট দিন।