জাতীয়

রামপুরায় ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১

রাজধানীর রামপুরায় একটি পাঁচতলা ভবনের ছাদে নির্মিত একটি কক্ষে আগুন লাগে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত পৌনে আটটার দিকে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই জামালী বিপু (৪৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি বলেন, রামপুরায় উলন রোডের পলাশবাগের একটি পাঁচতলা ভবনের ছাদে নির্মিত একটি কক্ষে আগুন লাগে। আগুনে একজন নিহত হয়েছেন। তার নাম আব্দুল হাই জামালী বিপু। বিপু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আরও প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button