আন্তর্জাতিকজাতীয়

রাবাব ফাতিমাকে হাই রিপ্রেজেন্টিটিভ নিয়োগ জাতিসংঘের

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে ‘হাই রিপ্রেজেন্টিটিভ’ বা উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাতিমা স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোতে (ইউএন-ওএইচআরএলএলএস) এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৯ জুন) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। ফাতিমা জ্যামাইকার কোর্তেনায় রাত্রের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রাবাব ফাতিমা এখন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সেখানে দায়িত্বে যাওয়ার আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালে কূটনেতিক পেশা শুরু করেন ফাতিমা। নিউইয়র্ক-টোকিওর আগে তিনি কলকাতা, জেনেভা এবং বেইজিংয়েও দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button