বিনোদুনিয়া

রাফীর নিদের্শনায় কাজ করবেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। অনেকদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন। নিজের একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে সমস্ত ব্যস্ততা তার। কাজ নিয়ে ভক্তদের সুখবর দিলেন পরী। নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন তিনি। পরিবার ও সম্পর্কের গল্পের এই ওয়েব সিনেমাটি নির্মাণ করবেন রায়হান রাফী।
এ প্রসঙ্গে রাফি বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করি, এটা তেমনই। পরিবার এবং সম্পর্কের গল্প। গল্পটা এর বেশি আর ডিটেইলস বলতে চাই না। এটা চমকই থাকুক। ছবিটি মুক্তির পরই সবাই জানুক।’
এতে পরীমণির যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীমনির কথা আমার মাথায় ছিল। এরপর এক দিন তাঁকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরীমনি এই গল্পে রিহার্সলও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’
এর আগে পরীমণিকে নিয়ে একটি ওয়েব সিনেমার কথা ভেবেছিলেন রাফী। কিন্তু শেষ পর্যন্ত অক্সিজেন নামের সেই সিনেমায় যুক্ত হন মাহি। বিষয়টি টেনে নির্মাতা বলেন, ‘অবশেষে আমাদের প্রথম কাজ হতে যাচ্ছে। আমার গল্পের যে পরিকল্পনা, এটা হয়তো পরীর ক্যারিয়ারে আরেকটা ভালো কাজ হয়ে থাকবে।’
সিনেমটির নাম এখনও ঠিক হয়নি। পরীমণির বিপরীতে কে থাকছেন সেটিও হয়নি চূড়ান্ত। রাফি জানিয়েছেন এরইমধ্যে তিনজনের সঙ্গে আলাপ হয়েছে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে হবে তাকে নিয়েই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে ছবিটির।

Related Articles

Leave a Reply

Back to top button