বিশ্ব

রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়াতে তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ। খবর: বিবিসির।

জানা গেছে, ইতিমধ্যে ৯৬ বয়সী অসুস্থ রানির পাশে থাকতে স্কটল্যান্ডে রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন বালমোরাল প্রাসাদের পথে রওয়ানা হয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম।

বাকিংহাম প্যালেস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। সেখানে তিনি ভালোই ছিলেন। বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। ব্রিটিশ রানিকে তারা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বালমোরালে বর্তমানে স্থিতিশীল আছেন রানি। তার পরিবারের কাছের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button