জাতীয়
রানির শেষকৃত্যে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় উপস্থিত থাকা একাধিক প্রেসিডিয়াম সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠান সামনে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ভারত সফর নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করেন। সেখানে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। তার সফরসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকও ছিল। এ ছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।