ক্রীড়াঙ্গন
রাতে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে আজ রাতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এক দিনের এ সফর শেষে আগামীকাল তিনি ঢাকা ছাড়বেন। এশিয়া সফরের অংশ হিসেবে ইনফান্তিনো মঙ্গোলিয়া সফর শেষে ঢাকা আসছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইনফান্তিনোর সাক্ষাৎ করার কথা রয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্লাটার ঢাকায় এসেছিলেন দুইবার ২০০৬ ও ২০১২ সালে। আর আশির দশকে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ।
এর আগে সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, ফিফা সভাপতির সাথে বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা হবে।