ক্রীড়াঙ্গন

রাতে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে আজ রাতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
এক দিনের এ সফর শেষে আগামীকাল তিনি ঢাকা ছাড়বেন। এশিয়া সফরের অংশ হিসেবে ইনফান্তিনো মঙ্গোলিয়া সফর শেষে ঢাকা আসছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইনফান্তিনোর সাক্ষাৎ করার কথা রয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্লাটার ঢাকায় এসেছিলেন দুইবার ২০০৬ ও ২০১২ সালে। আর আশির দশকে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ।
এর আগে সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, ফিফা সভাপতির সাথে বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button