বিনোদনসাহিত্য ও বিনোদন

রাজ-পরীমনিকে যা বললেন ওমর সানী

বিচ্ছেদের গুঞ্জনের ইতি টানায় চিত্রনায়িকা পরীমিনি ও অভিনেতা শরিফুল রাজকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

অসুস্থ শরীরেও বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

রোববার ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘এই অসুস্থ অবস্থায় তোমাদের এক হওয়া দেখে…। (পরীমনি, রাজ) দোয়া করি সারা জীবন একসঙ্গে থাকো।’

এর আগে অন্য এক পোস্টে তিনি লেখেন, ‘অসুস্থতায় দোয়া চাওয়া উচিত। তাই সবাই দোয়া করবেন।’ তবে এ অভিনেতা কোন রোগে আক্রান্ত তা জানাননি।

উল্লেখ্য, তিন অভিনেত্রীর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় বিচ্ছেদের পথে হাটছিলেন পরীমিনি ও শরিফুল রাজ। তবে একমাত্র ছেলে রাজ্যের দশ মাস পূর্ণ হওয়া উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে যেন ‘বিচ্ছেদ’র অবসান হলো এই জুটির।

শনিবার ছিল তারকাজুটির ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়ার দিন। কেক কেটে দিনটি উদযাপন করেন তারা। এ সময় পাশে অভিনেত্রীর নানাও ছিলেন। স্বামী রাজের সঙ্গে ছেলের বিশেষ দিনটি উদযাপনের ভিডিও-ও সোশ্যালে প্রকাশ করেছেন নায়িকা পরী।

Related Articles

Leave a Reply

Back to top button