বিনোদুনিয়া

রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত পরীমনির, যা বললেন তসলিমা নাসরিন

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে দেয়ার পর পরই এ বিষয়ে ফেসবুকে নিজের অভিব্যক্তি জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা লিখেছেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে, শুক্রবার রাতে পরীমনি তার নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

Related Articles

Leave a Reply

Back to top button