জেলার খবর

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে

২৯ ফেব্রুয়ারি শনিবারেই মারা গিয়েছিলেন সাত জন। ১ মার্চ রোববার রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত রমজান আলী (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। বর্তমানে তার মেয়ে রাফিয়াও হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রাইভেটকারে করে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ওই একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী, দু’জন শিশু ও দু’জন পুরুষ রয়েছে। ওই প্রাইভেটকারে চালকসহ মোট নয়জন ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button