রাজকূট

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বাস-ট্রাক সংঘর্ষে তিন জন নিহত এবং অর্ধশতাধিক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক শোক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার শিক্ষা সফরের ২টি বাস রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নাসিম, মিজানুর ও জুয়েল নামে তিন জন নেতাকর্মী নিহত হন। এতে আরও অর্ধশতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন।

তিনি বলেন, আমি এই অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করছি এইসব স্বজনহারা পরিবার-পরিজন যেন শিগগিরই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

শোক বিবৃতিতে তিনি আরও বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সেই সঙ্গে বাস-ট্রাক সংঘর্ষের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button