Leadবিনোদুনিয়া

রাজনৈতিক প্রভাব হারাতে পারেন ইমরান খান!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও জনসংযোগবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ দাবি করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান খুব দ্রুতই তার রাজনৈতিক প্রভাব হারাতে চলেছেন।

গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ইমরান খানের শাসনামল, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তীব্র সমালোচনা করেন।

সানাউল্লাহ বলেন, ইমরান খানের নেতৃত্বে দেশ বিপদের মুখে পড়ে, আর সে সময়ের বেশ কিছু সিদ্ধান্তের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজবার ওপরও বর্তায়। তিনি উল্লেখ করেন, নওয়াজ শরিফ কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যে আক্রমণ করেননি—যা পিটিআইয়ের রাজনৈতিক আচরণের সম্পূর্ণ বিপরীত।

তার বক্তব্যে আরও উঠে আসে, রাজনৈতিক প্রতিপক্ষকে সরানোর প্রচেষ্টাই ইমরান খান ও এস্টাবলিশমেন্টের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। অভিযোগ করেন, প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পিটিআই প্রতিষ্ঠাতাই চাপ সৃষ্টি করছিলেন এবং রাজনৈতিক স্বার্থে এস্টাবলিশমেন্টকে ব্ল্যাকমেইল করার চেষ্টাও করেছিলেন।

দলের ভাঙন প্রসঙ্গে সানাউল্লাহর দাবি, পিটিআইয়ের প্রায় ৮৫ শতাংশ সদস্য আর ইমরান খানের রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত নন। তার মতে, পিটিআইয়ের রাজনৈতিক কৌশল ধীরে ধীরে এমকিউএম প্রতিষ্ঠাতার বিতর্কিত স্টাইলের দিকে ধাবিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কোনোভাবেই টিকে থাকতে পারবে না।

এ ছাড়াও তিনি অভিযোগ করেন, অতীতে ছড়ানো ‘পাকিস্তান মুর্দাবাদ’ ধরনের স্লোগান পিটিআই প্রতিষ্ঠাতার উগ্র বক্তব্যেরই ফল, যা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। তথ্যসূত্র: সামা টিভি

Related Articles

Leave a Reply

Back to top button