জাতীয়

রাজধানীর ওয়ারীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ( মিডিয়া সেল) শাহজাহান সরদার। 
তিনি বলেন, পাশের একটি ট্রান্সফরমার ব্লাস্ট হলে আগুনের সৃষ্টি হয়। সেখান থেকে বেবিশপ নামের দোকানে আগুন লাগে। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বেবিশপ শোরুম। এর ওপরের তলার ফ্লাটগুলো ছিল আবাসিক।
তিনি আরও বলেন, ওই ভবনের কোনো ক্রটি ছিল কিনা তা তদন্ত করে পরে জানানো হবে। এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।
প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো কেউ হতাহত হয়নি। মোট ১০ টি ইউনিট কাজ করেছে এই আগুন নিয়ন্ত্রণে।  এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি। তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়দের ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভবনটির দ্বিতীয় তলায় বেবি শপ এর দোকান ছিল। তার উপরে আবাসিক ভবন ছিল। আগুনের ঘটনার পরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটিতে থাকা লোকজনকে দ্রুত নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে আসেন। তারাও ফায়ার সার্ভিসের সাথে একযোগে কাজ করেন। ফলে মাত্র ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button