জাতীয়

রাজধানীর উত্তরায় সাইদ গ্র্যান্ড সেন্টারে আগুন, ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

নোটিশ দেওয়া হয় একাধিকবার

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটিতে অগ্নিনির্বাপণে তেমন কোনো ব্যবস্থা না থাকায় একাধিকবার নোটিশ দেওয়া হয়। তবে তারা কোনো কর্ণপাত করেনি।

বুধবার (১১ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে ডায়াগনস্টিক সেন্টার, বায়িং হাউজ, বিভিন্ন অফিস, কম্পিউটারের ইউপিএসসহ বিভিন্ন এক্সোসরিজের দোকান ছিল। তবে অগ্নিনির্বাপণের তেমন কোনো ব্যবস্থা ছিল না। যা ছিল খুবই সামান্য। আগুন লাগার পর তাও কাজ করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button