জাতীয়

রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকার চাপায় শিক্ষার্থী নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকায় একটি প্রাইভেটকার চাপায় দশম শ্রেণীর ছাত্র শান্ত হাসান (১৪) নিহত হয়েছে।

শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯ টার দিকে ইসিবি চত্বর এলাকায় এই ঘটনাটি ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহান হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার এক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার সময়, আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র শান্ত হাসান ওই প্রাইভেটকারের সামনে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। প্রাইভেটকার চালক গাড়ি না থামিয়ে শান্তকে চাপা দেয়। এতে শান্ত মারা যায়। বর্তমানে মরদেহ সিএমএইচ হাসপাতালে আছে।

আদমজীর ছাত্র শান্ত হাসান নিহত

(ওসি) কাজি শাহান আরো জানান, শান্তর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  ইসিবি চত্বরের রাস্তা নিহতর পরিচিত ও বন্ধুরা অবরোধ করলেও তা পরবর্তীতে পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা তুলে নেয়।

এদিকে জব্দ করা হয়েছে সাদা রঙের ওই প্রাইভেটকারটি । প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো গ ২২-৯৭৫৩। তবে গাড়িটির চালক পলাতক।  বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এদিকে জব্দ করা হয়েছে সাদা রঙের ওই প্রাইভেটকারটি । প্রাইভেটকারের নম্বর ঢাকা মেট্রো গ ২২-৯৭৫৩। তবে গাড়িটির চালক পলাতক।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এর আগে. ২০২১ সালের ৫ ই ফেব্রুয়ারীতে ইসিবি চত্বর বটতলায় কিছু শিক্ষার্থী মিলে “ইসিবি চত্বরে অবিলম্বে ফুট ওভার ব্রিজ, বাসস্টান্ড, যাত্রি ছাউনি স্থাপন এবং স্পীড ব্রেকার ও জেব্রা ক্রসিং এর দাবীতে মানববন্ধন এবং গনস্বাক্ষর কর্মসূচি পালন করেছিলো। তারপরও কর্তৃপক্ষের নজড়ে আসেনি বিষয়গুলো।

 

Related Articles

Leave a Reply

Back to top button