জাতীয়

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় আহত অটোচালকের মৃত্যু

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মো. মাসুদ রানা (৩৬) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে, রবিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

নিহত মাসুদ রানার ভাই আশিকুর রহমান জানান, আমার ভাই মো. মাসুদ রানা পেশায় অটো রিকশাচালক ছিলেন। নিহত মো. মাসুদ রানা ঢাকায় মিরপুরের কালশি এলাকায় থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়। পিতার নাম হায়দার আলী।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button