জাতীয়
রাজধানীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।

রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ১ ডাকাত নিহত ও ২ জন গুলিবিদ্ধ হয়েছে।
গেল রাতে বাড্ডা এলাকায় র্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতির সময় ডিএমপির গোয়েন্দা পুলিশের সঙ্গে ডাকাতদের বন্ধুকযুদ্ধ হয়।
এসময় তিন ডাকাত গুলিবিদ্ধ হয় বলে জানায় স্থানীয় থানা পুলিশ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক ডাকাত নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও র্যাবের জ্যাকেটসহ ডাকাতি কাজের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।