জাতীয়

রাজধানীতে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনায় আটক ৪

রাজধানীর মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের দ্বন্দ্বের জেরে বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে।

স্বজনরা জানান, ২০-২৫ জন বাসায় ঢুকে তামিমকে মারধর করে। গলা টিপে ধরলে এবং বুকে একের পর এক ঘুষি মারলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, আরেকটি ফ্ল্যাটের দখল নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। একইসঙ্গে পূর্ব পরিকল্পিতভাবে তামিমকে হত্যা করা হয় বলেও অভিযোগ তাদের। 

Related Articles

Leave a Reply

Back to top button