জাতীয়
রাজধানীতে ফানুস পড়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ড

ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুস, আতশবাজি ও পটকা ফুটানোয় রাজধানীর বিভিন্নস্থানে আগুন লেগেছে।
রাজধানীর লালবাগ, সদরঘাট ও মোহাম্মদপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওইসব এলাকায় বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
মধ্য রাতে আগুন লাগার সংবাদ পেয়ে উভয় স্থানে ফায়ার সার্ভিস ২টি ইউনিট পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, একাধিক জায়গায় আগুনের ঘটনা ছিল। কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আনা হয়েছে।