জাতীয়

রাজধানীতে আবাসন ব্যবসায়ী খুনে হত্যা মামলা করল নিহতের মেয়ে

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মেয়ে খাদিজা আক্তার বাদী হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং ৬। আসামি অজ্ঞাত।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেন ভাটারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান।

তিনি জানান, মামলাটি তদন্ত করছেন এসআই হাসান মাসুদ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। পরে রাতে ভাটারা থানাকে বিষয়টি অবহিত করা হয়।

৭ আগস্ট সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্বজনরা জানান, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকায় এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন

Related Articles

Leave a Reply

Back to top button