জাতীয়

রাইড শেয়ারিং মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে রাইড শেয়ারিং মোটরসাইকেলে গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাদিয়া আক্তার বলেন, আমার বোন গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করত। গতরাতে সে রাইড শেয়ারিং বাইকে করে বাসায় ফেরার পথে হঠাৎ তার ওড়না অসাবধানতাবশত চাকায় পেঁচিয়ে রাস্তায় পড়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button