চট্রগ্রামজেলার খবর

রসালো লিচুতে রঙিন বিজয়নগর, বিক্রি ছুঁয়েছে ২৫ কোটি টাকা

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এবারও ভালো ফলন হয়েছে রসালো লিচুর। ৬৩০ হেক্টর জমিতে উৎপাদিত প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন লিচুর বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা—যা উপজেলাকে পরিণত করেছে একটি গুরুত্বপূর্ণ লিচু উৎপাদন ও বিপণন কেন্দ্রে।

উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর, সিঙ্গারবিলসহ অন্তত ২৫টি গ্রামে তিন শতাধিক লিচুর বাগান রয়েছে। প্রতিটি বাড়িতেই রয়েছে কমপক্ষে একটি করে লিচু গাছ। বাগানে দেশি, পাটনাই, বোম্বাই ও চায়না জাতের লিচুর ফলন হয়।

প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার আউলিয়া বাজার, চম্পকনগর বাজার, কাংকইরা ও মিরাসানী বাজারে অন্তত ১৫-২০ লাখ টাকার লিচু কেনাবেচা হয়। এখান থেকে লিচু যাচ্ছে ঢাকা, সিলেট, কুমিল্লা, ভৈরবসহ দেশের বিভিন্ন প্রান্তে।

বিজয়নগরের কৃষকরা জানান, এবার ফলন তুলনামূলক কিছুটা কম হলেও বাজারে দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন তারা। অনেকে বাগান থেকেই প্রতি হাজার লিচু ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন। পাইকারি দরে রাজধানীসহ বিভিন্ন স্থানে তা বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, “লিচু চাষে এখানকার মাটি ও আবহাওয়া অত্যন্ত উপযোগী। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে লিচু বাগানের ছবি ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূরদূরান্ত থেকে পর্যটক ও উৎসুক মানুষ ভিড় করছেন বাগানগুলোতে। ঘুরে দেখা, সেলফি তোলা আর লিচু কেনার ভিড়ে এখন রঙিন হয়ে উঠেছে পুরো বিজয়নগর।

Related Articles

Leave a Reply

Back to top button