করোনাজাতীয়

রমজানে কওমি মাদ্রাসাগুলোকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি)-এর মাধ্যমে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে সমুদয় অর্থ পাঠানো হয়েছে।

আর্থিক বরাদ্দ পাওয়া মাদরাসাগুলোর মধ্যে রংপুরে ৭০৩টি, রাজশাহীতে ৭০৪টি, খুলনায় ১ হাজার ১১টি, বরিশালে ৪০২টি, ময়মনসিংহে ৩৯৭টি, ঢাকায় ১ হাজার ৭৮০টি, চট্টগ্রামে ১ হাজার ৪৮১টি এবং সিলেটে ৪৮১টি।

বরাদ্দকৃত অনুদানের অর্থ গত ২২ ও ২৩ এপ্রিল সব জেলা প্রশাসকদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি) পদ্ধতিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই বরাদ্দকৃত অর্থ অধিকাংশ জেলা প্রশাসক ইতোমধ্যে মাদরাসাগুলোর অনুকূলে হস্তান্তর করেছেন বলেও জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button