বিনোদুনিয়া

রণবীর-আলিয়া অভিনীত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর

ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি রণবীর -আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ৯ সেপ্টেম্বর।

জানা গেছে, প্রিন্ট ও পাবলিসিটি ব্যয় বাদেই ‘ব্রহ্মাস্ত্র’র অফিশিয়াল বাজেট ৪১০ কোটি রূপি।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, রণবীর কাপুর-আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনসহ আরও এক ঝাক তারকায় ঠাসা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।

২০১৪ সালে পরিচালক অয়ন মুখার্জি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা দেন। তখন থেকেই বিভিন্ন গণমাধ্যমে খবর—করণ জোহর প্রযোজিত বড় বাজেটের ছবিতে দেখা যাবে প্রথম সারির বলিউড তারকাদের। এরপর বছরের পর বছর যায়, ‘ব্রহ্মাস্ত্র’ পেছাতে থাকে। সব জটিলতা কাটিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় শুটিং। সেই বছরের ২৪ মার্চ বুলগেরিয়ায় ছবির প্রথম কিস্তির শুটিং ভালোভাবেই শেষ হয়। তবে তখন কে জানত ছবি মুক্তি পেতে পেতে আরও চার বছর লেগে যাবে। কোভিড, তারকার অন্য ছবির শিডিউলসহ বিভিন্ন কারণে বারবার শুটিং পেছায়।

অবশেষে চলতি বছরের ২৯ মার্চ বেনারসে শেষ হয় আলোচিত ছবিটির শুটিং।

বলিউড ইতিহাসে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঠগস অব হিন্দুস্তান ছবিটির বাজেট ছিলো ৩১০ কোটি রূপি। এবার এই ছবিটির বাজেটকে পেছনে ফেলতে যাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র।

Related Articles

Leave a Reply

Back to top button