জেলার খবর

রংপুরে বিনামূ্ল্যে কারুপণের তৈরি মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে দেশে অনেক জায়গায়-ই এখন মাস্ক ব্রিক্রি হচ্ছে চড়ামূল্যে। হাইকোর্টের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত চালানো হলেও, সব জায়গায় এটা ঠেকানো যাচ্ছেনা।

মাস্কের এই উর্দ্ধমূল্য ঠেকাতে কারুপণ্য রংপুর লিমিটেড নিজের তৈরি ১০লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে।

বুধবার নগরীর মাহিগঞ্জ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পার্ক মোড়ে এই মাস্ক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী করোনাভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশ কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই সুস্থ হন। একারণে আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। সর্দি-কাশি, জ্বরে এবং ধুলোবালু ও জীবাণু মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, কারুপণ্য রংপুর লিমিটেডের পাবলিক রিলেশন উপদেষ্টা দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতি ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button