ক্রীড়াঙ্গন

রংপুরকে উড়িয়ে ফাইনালে মাশরাফির সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসরে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।

টুর্নামেন্টটির দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে মাশরাফির দল। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে সিলেট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুরে টস হেরে আগে ব্যাট করে সিলেট ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি রংপুর। ১৯ রানের দারুণ জয়ে ফাইনালে নাম লেখায় মাশরাফির সিলেট।

ফাইনাল নিশ্চিতের জন্য ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রংপুর। ইংল্যান্ডের স্যাম বিলিংসকে ১ রানে থামিয়ে দেন সিলেটের পেসার তানজীম হাসান সাকিব। তিন নম্বরে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচের জয়ের নায়ক শামিম হোসেন। ১টি করে চার-ছয় মারলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। নিজের দ্বিতীয় ওভারে শামিমকে বিদায় করেন পেসার রুবেল হোসেন। ১১ বলে ১৪ রান করেন শামিম।

বিলিংস ও শামিমকে হারিয়ে পাওয়ার-প্লেতে ৩৭ রান পায় রংপুর।

১৯তম ওভারে বল করতে এসে প্রথম চার বলে ৩ রান দেন উড। শেষ দুই বলে মাহেদি ও ব্রাভোকে শিকার করেন উড। ঐ ওভারে ৩ রানে ২ উইকেট নেন উড। এমন অবস্থায় শেষ ওভারে জয়ের জন্য ২৮ রানের সমীকরণ পায় রংপুর। শেষ ওভারে ৮ রান দিয়ে শানাকার উইকেট নিয়ে সিলেটের ফাইনাল নিশ্চিত করেন রুবেল।

২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রান করে ম্যাচ হারে রংপুর।

সিলেটের পক্ষে উড ৩টি, সাকিব-রুবেল ২টি করে উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Back to top button