ক্রীড়াঙ্গন

যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি: পেলে

প্রথম বিশ্বকাপ জয়ে লিওনেল মেসির প্রশংসা করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

মেসির পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন পেলে। তিনি লিখলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছো। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’
অবিশ্বাস্য খেলে বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা মরক্কোকেও তিনি অভিনন্দন জানান। বলেন, ‘আফ্রিকা জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’

সেই সাথে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে স্মরণ করে তার বার্তা শেষ করেন। বলেন, আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই ডিয়াগো এখন হাসছে।’

Related Articles

Leave a Reply

Back to top button