জাতীয়লিড স্টোরি

যেসব প্রতীক পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পেয়েই প্রচারণার মাঠে নামছেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থিদের জন্য প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। অর্থাৎ, আজ থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
এদিন সকালে ৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসনেও প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। মোট ৩০০ আসনেই প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতীক আগে থেকে ঠিক হয়ে আছে। তবে স্বতন্ত্র প্রার্থীরদের প্রতীক দেওয়া হচ্ছে লটারির মাধ্যমে।
স্বতন্ত্রপ্রার্থীরা পাচ্ছেন,কলার ছড়ি, ফুলকপি, মাথাল, থালা, কাঁচি, ঈগল, কেটলি, তবলা, বাঁশি, রকেট, ঢেঁকি, ফ্রিজ, খাট, তরমুজ, বেঞ্চ, ছুটকেস, চার্জার লাইট, সোফা, ঘণ্টা, দালান, বেলুন, আলমিরা, মোড়া, দেলনা প্রতীক।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এবং নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থী আছেন। চূড়ান্ত প্রার্থীদের উল্লেখযোগ্য অংশ স্বতন্ত্র। স্বতন্ত্রদের তালিকায় বেশ কয়েকজন বর্তমান এমপিও আছেন। তারা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে ভোটের লড়াইয়ে নেমেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button