রাজকূট

যুব মহিলা লীগের সম্মেলন আজ

বাংলাদেশ যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলন আজ বৃহস্পতিবার।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় সম্মেলন শুরু হবে।

এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করছি বৃহষ্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারব। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

তিনি আরো বলেন মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া।

উল্লেখ্য, ২০০২ সালের ৬ জুলাই প্রতিষ্ঠা লাভ করে যুব মহিলা লীগ। এরপর ২০০৪ সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১৩ বছর পর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১১ মার্চ। ওই সম্মেলনেও নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল থাকেন। ফলে দীর্ঘ দেড় যুগেরও বেশি নাজমা আক্তার ও অপু উকিল যুব মহিলা লীগের নেতৃত্বে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button