যুব মহিলা লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
সোমবার ২৫ ডিসেম্বর, রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ কয়েক হাজার কম্বল বিতরণ করেন। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করেছেন যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর ৩৮, ৩৯, ৪০ ওয়ার্ড ( সংরক্ষিত) -১১ নিলুফার ইয়াসমিন ইতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শারমিন সুলতানা লিলি বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। দরিদ্র্য মানুষের জন্যে সামাজিক সুরক্ষায় আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা রকমের ভাতা দেয়া হচ্ছে। যার ফলে আগের হত দরিদ্র অবস্থা থেকে তাদের অবস্থার উন্নতি হয়েছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকার পক্ষে ভোট চান তিনি। একই সাথে ৭ জানুয়ারি আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট দেয়ার পাশাপাশি অন্য ভোটারদেরও ভোট কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি শামীমা আক্তার দোলা, সহ-সভাপতি মির্জা রাফিয়া আকতার, মাসুমা আক্তার পলি, সাংগঠনিক সম্পাদক, সাবরিনা ইতি, দপ্তর সম্পাদক, আমানা খাতুন রাত্রি, কার্যনির্বাহী সদস্য, কানিজ ফাতেমা সোনিয়া, কার্যনির্বাহী সদস্য, অরিন তানভীন, নারী ও কল্যাণ বিষয়ক সম্পাদক, নিপো তন্বি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মাইশা, কার্যনির্বাহী সদস্য, লাবনী, কার্যনির্বাহী সদস্য, তামান্না পারভীন সুমি, কার্যনির্বাহী সদস্য, রাবেয়া খাতুন, উপ ক্রিড়া বিষয়ক সম্পাদক প্রমুখ।