ক্রীড়াঙ্গন

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ।

যুব এশিয়া কাপের ফাইনালে রেকর্ড চ্যাম্পিয়ন ভারতকে পেল প্রথমবারের মতো ফাইনালে উঠা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুই সেমিফাইনাল ম্যাচ।
বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বৃষ্টিতে খেলা না হওয়ায় বেশি ম্যাচ জেতায় ফাইনালে উঠেছে দুই দল। প্রতিযোগিতায় এবারই প্রথম ফাইনালে উঠলো বাংলাদেশ। আর ভারত এই শিরোপা জিতেছে রেকর্ড ছয়বার। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে, দুটি করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৪ সেপ্টেম্বর কলম্বোয় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

Related Articles

Leave a Reply

Back to top button