রাজনীতি

যুবলীগকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে :শেখ ফজলুল করিম সেলিম এমপি

আজ ৪ ডিসেম্বর ২০১৯ বিকেল ২টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হল রুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. সৈয়দ রেজাউর রহমান। সভাপতিত্ব করেন-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভা সঞ্চালনা করেন-যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন- আওয়ামী যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে। তিনি বলেন, যুবলীগ নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুলক কাজে সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, শেখ ফজলুল হক মনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা করেন। আজকের যুকলীগকে সেই আদর্শ ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবেশে নি:স্বার্থে যারা রাজনীতি করে তারাই আওয়ামী লীগের প্রান। সুবিধাবাদীরা দু:সময়ে আওয়ামী লীগের পাশে থাকবে না। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে সুবিধাবাদীরা বঙ্গবন্ধুকে দেখতে আসেনি। বঙ্গবন্ধকে হত্যার ঘটনার সময় সাবেক সেনা প্রধান কে এম সফিউল্লাহ এবং জিয়াউর রহমান এগিয়ে আসেনি। তারা খন্দকার মুসতাকের সাথে যোগাযোগ রেখেছিল। শেখ সেলিম বলেন, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু দেশ গড়ার লক্ষে যখন কাজ শুরু করলেন তখন অতিবিপ্লবীরা জাসদ সৃষ্টি করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর বিরোধীতা করে। তারা ছাত্রলীগকে বিভক্ত করে। তারা আসলে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের ভালো চায়নি। তাদের কারণে দেশ ৫০ বছর পিছিয়ে গেছে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন- আজ ৪ঠা ডিসেম্বর ২০১৯ আমার বাবা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্মদিন। ঠিক এই দিনে ১৯৩৯ সালে তাঁর জন্ম হয় টুঙ্গিপাড়ায়, সেখানে জন্ম নিয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বাবা খুব অল্প বয়সেই তাঁর মামা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ও নেতৃত্ব বুকে ধারণ করে বাঙ্গালী জাতির অধিকার অর্জনের লড়াইয়ে সম্পূর্ণভাবে জড়িত হয়ে যায়। ২১ বছর বয়সে ১৯৬০ সালে তিনি নির্বাচিত হন পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব। যে দায়িত্ব তিনি পালন করেন ১৯৬৪ সাল পর্যন্ত। ছাত্র রাজনীতিতে জড়িত থাকার সময় তিনি গড়ে উঠেন আইউব বিরোধী রাজনীতির একজন প্রতিবাদী রাজপথের সৈনিক হিসাবে। তিনি বলেন-বিশেষ করে বঙ্গবন্ধুর দ্বারা নির্ধারিত ৬ দফা যা বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত। তা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। তিনি আরও বলেন-আমার বাবা সবসময় বিশ্বাস করতেন যে, বাঙালি জাতিকে দীর্ঘ মেয়াদী শোষনমুক্ত করতে তিনটি মূল বিষয় দরকার ঃ সার্বিক আদর্শ, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব এবং একটি শক্তিশালী সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। তিনি বলেন-শেখ মনি বিশ্বাস করতেন যে, বাঙালি জাতিকে শোষনমুক্ত করা সম্ভব, কিন্তু সহজ নয়, কারণ সবসময় বিপ্লবীদের উপর প্রতি বিপ্লবীরা আক্রমণ করে এবং কখনো কখনো সুনিশ্চিত বিজয় পরাজয়ে রূপ নেয়। তাই স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময় তিনি সংগঠিত করেন মুজিব বাহিনী। যার লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর নেতৃত্ব অক্ষুন্ন রাখা। কারণ তিনি জানতেন বঙ্গবন্ধু মুজিবকে যদি চড়ষরঃরপধষষু ঝরফবষরহব করা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও চড়ষরঃরপধষষু ঝরফবষরহব হয়ে যাবে। তিনি আরও বলেন-স্বাধীনতার পর বাবার লক্ষ্য ছিল একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং একজন। সাংবাদিক হিসাবে যুব সমাজ ও জনগণকে। মুজিববাদের আদর্শের পরিধির মধ্যে ঐক্যবদ্ধ রাখা। তাই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যুবলীগের মত সংগঠন ও বাংলার বাণীর মত সাহসী ও স্পষ্টবাদী পত্রিকা। তিনি বলেন-আমার বাবা শেখ ফজলুল হক মনি বিশ্বাস করতেন মুজিববাদের মূলনীতি ঃ বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ আদর্শ বাস্তবায়ন হলেই কেবল হাজার বছরের বঞ্চনা ও শোষন থেকে মুক্তি পাবে বাঙালি জাতি। তাই অনেক সময় মুজিববাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে অনেক অপ্রিয় কথাও তিনি বলেছেন। তিনি বলেন-বাবা বিশ্বাস করতে ধর্মনিরপেক্ষ আদর্শ ও পূর্ণাঙ্গ গণতন্ত্র ছাড়া সমাজতন্ত্রের সম্পূর্ণ সুফল মানুষের দূয়াড়ে পৌছাবে না। বাবা বলেছিলেন, “বিপ্লবের পর প্রতি বিপ্লব হয়, আর যুদ্ধের পর আসে দারিদ্রতা”, তাই স্বাধীনতার সুফল, অর্থাৎ রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক সুবিধা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ, কারণ “ স্বাধীনতা অর্জন করা যেমনি কঠিন, স্বাধীনতা রক্ষা করা তেমনি কঠিন। বাবা আরো মনে করতেন যে রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে রাজনৈতিক দায়িত্ব অনেক বেড়ে যায়। যে দায়িত্ব মানুষের আর্থসামাজিক মুক্তি ও সামাজিক ব্যায় বিচারের লক্ষ্যে নিয়োগ করা উচিত। তিনি কখনোই মনে করেন নাই যে বাংলাদেশ স্বাধীনতার পর একটা নিরাপদ ভূমিতে পরিণত হয়েছিল। কারণ তিনি আচঁ করতে পারেছিলেন যে, আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী মহল ঘরের মধ্যে ষড়যন্ত্রকারীদের ব্যবহার করার সুযোগ খুজবে। তিনি বলেন-দুঃশ্চিন্তাই ১৫ আগস্টে সত্যিতে পরিণত হয়। যার কারণে আমি আর আমার ভাই ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস হারাই আমার বাবা-মাকে, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনা হারায় তাঁদের সমগ্র পরিবার আর দুর্ভাগা বাঙালি জাতি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবারকে। আর সেই ষড়যন্ত্রের সূত্র ধরে

Related Articles

Leave a Reply

Back to top button