স্পোর্টেইনমেন্ট

যুদ্ধে জীবন দিলেন ইউক্রেইনের ২ ফুটবলার

পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাঠে ফুটবল নিয়ে দৌড়ে বেড়িয়েছিলেন তারা। তাদের গোলে কেঁপে উঠেছিলো ফুটবল স্টেডিয়াম। বেশ দাপট নিয়ে আর থাকতে পারতেন ফুটবল প্রাঙ্গণে। কিন্তু দেশের স্বার্থে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিয়েঙ্কো। এবং সবশেষ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রাণ দিতে হয়েছে এই দুই ইউক্রেনিয়ান ফুটবলারকে।

২১ বছর বয়সী সাপিলো খেলতেন ইউক্রেইনের ক্লাব কার্পাতি লাভিভের যুব দলে। দেশটির রাজধানী কিয়েভের কাছে যুদ্ধ চলাকালীন সময়ে তিনি মারা যান বলে দেশটির খবরে বলা হয়েছে। অপর খেলোয়াড় মার্টিনেঙ্কো খেলতেন এফসি গস্তোমেলের হয়ে। রাশিয়ান বাহিনীর বোমা হামলায় নিজ বাড়িতে মারা যান ২৫ বছর বয়সী এই ফুটবলার।

তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানায় পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো।

সংগঠনটি বলছে, ফুটবলারদের মধ্যে এই যুদ্ধে খবরে আসা প্রথম প্রাণ হারানো তরুণ ইউক্রেনিয়ান ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিয়েঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা । দুজনের আত্মা শান্তিতে থাকুক।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। এরপর গত সাত দিনে দেশকে রক্ষায় যুদ্ধে অংশ নিয়েছেন ইউক্রেনের বেশ কয়েকজন অ্যাথলেট।

Related Articles

Leave a Reply

Back to top button