
আন্তর্জাতিক
যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া-আজারবাইজান
সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বেশ কিছুদিন ধরে দেশ দুটির মধ্যে সংঘাত চলে আসছিল। এতে ঘটেছে বহু প্রাণহানির ঘটনা।
শনিবার (১০ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দেন। খবর বিবিসির।
রাশিয়ার মধ্যস্থতায় দেশটির রাজধানী মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক চলে প্রায় দশ ঘণ্টা।
সের্গেই ল্যাভরভ বলেন, দুই দেশ এখন আলোচনা শুরু করবে।
২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে ৩শ’র বেশি মানুষ। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজার।

